সুভাষ পাল, সংবাদ কলকাতা: জেডিইউ শিবিরে ফের ধস। আজই বিজেপিতে যোগ দিতে চলেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা জেডিইউ নেতা আরসিপি সিং। দলে দুর্নীতির অভিযোগ তুলে দল ছাড়তে চলেছেন তিনি। এর ফলে যথেষ্ট চাপের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং তাঁর দল জেডিইউ। এরফলে বিজেপির বিরুদ্ধে চব্বিশের লোকসভা নির্বাচনে শক্তিশালী বিরোধী জোট গঠনের উদ্যোগ কার্যত মুখ থুবড়ে পড়ল। দিশাহীন হয়ে পড়ল লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের সামনে রাখা নীতীশ কুমারের কঠিন চ্যালেঞ্জ। শঙ্কিত হয়ে পড়ল জেডিইউ সহ অন্যান্য বিরোধী শরিক দলগুলি। 
উল্লেখ্য, নীতীশ কুমারকে শিখন্ডি করে বিজেপিকে হারাতে সব বিরোধীরা এক হতে চেয়েছিল। কিন্তু নীতীশ সহ বিরোধী জোটকে কাবু করার ফর্মুলায় অনেকটা সফল বিজেপি। সেই উদ্দেশ্য নিয়েই জেডিইউয়ের এক গুরুত্বপূর্ণ প্রাক্তন নেতাকে আজ নিজেদের দলে শামিল করতে চলেছেন তাঁরা। সূত্রের খবর, দেশজুড়ে বিরোধী ঐক্যের ফর্মুলা খুঁজতে ব্যস্ত নীতীশ। আর তাঁকেই কাবু করতে আরসিপি সিংকেই ব্যবহার করতে চলেছে গেরুয়া শিবির।
							previous post
						
						
					
							next post
						
						
					