নতুন দিল্লি: ইতিমধ্যে জেল বন্দী হয়েছেন দিল্লির আপ নেতা সত্যেন্দ্র জৈন। দিল্লির তিহার জেলের একটি ভিডিও প্রকাশ্যে এনে আম আদমি পার্টিকে বিধেছে বিজেপি। ভিডিও-তে দেখা গিয়েছে, একজন ব্যক্তিকে দিয়ে হাত পায়ের মালিশ করাচ্ছেন সত্যেন্দ্র। এই ঘটনায় বিজেপির তরফে কেজরিওয়ালের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। পাল্টা আপের তরফে জানানো হয়েছে, ডাক্তারের নির্দেশে ফিজিওথেরাপি করানো হচ্ছে সত্যেন্দ্রর। একজন অসুস্থ মানুষকে নিয়ে রাজনীতি করা ঠিক নয়।