November 2, 2025
সাহিত্য

অমোঘ অজ্ঞতা

মৃন্ময় ভট্টাচার্য

বহু আলোকবর্ষ দূরে
অজানা নক্ষত্রমন্ডলিতে
আছে কিনা প্রাণের স্পর্শ,
বিজ্ঞানী খুঁজছে অবিরত।

মানব উন্নতি যখন চরম শিখরে,
নিজ দেহকে কাটা ছেড়া করে,
স্রষ্টার মুখে ঝামা ঘষে, ব‍্যাধিমুক্ত
শতায়ু জিতছে জনে জনে।

ঈশ্বরকে সিংহাসনচ‍্যুত করার বাসনা
সযত্নে লালিত রাখে মানুষ মনে মনে।

এখনো তবে কেন অধরা সে জয়!
লাগে বিস্ময়!

মানব মন অন্তরে
যে মহাবিশ্ব আছে তা না জেনে,
বিশ্ব ব্রহ্মান্ড জেনেও
অপৃর্ণতা থেকে যায় দেবত্ব সন্ধানে।

ইন্দ্রিয় শাসনে শোষিত মানব,
মায়াজালে জীবন জড়িয়ে,
এ অমোঘ অজ্ঞতা নিয়ে,
দেবতাকে হারাবে কেমনে?

Related posts

Leave a Comment