30 C
Kolkata
August 3, 2025
জেলা

অবসরপ্রাপ্ত সেনা কর্মীদের নিয়ে সিউড়িতে আয়োজিত হল এক্স সার্ভিস ম্যান রেলি

সংকল্প দে, সিউড়ি: সিউড়ির অবসরপ্রাপ্ত সেনা কর্মীদের নিয়ে, সিউড়ি রবীন্দ্র সদন অনুষ্ঠান ভবনে আয়জিত হল, এক্স সার্ভিস ম্যান রেলি। মূলত অবসরপ্রাপ্ত সেনা কর্মীদের বিভিন্ন সুযোগ সুবিধা হাতের কাছে পৌঁছে দিতে এটা একটা কেন্দ্রীয় প্রকল্প বলে জানান সংগঠনের সদস্যরা। এদিনের অনুষ্ঠানে এক্স সেনা কর্মীদের দেওয়া হয় একাধিক পরিষেবা। তার মধ্যে যেমন ছিল স্বাস্থ্য বিষয়ক পরিষেবা, তেমনি ছিল ক্যান্টিন পরিষেবাও। সংগঠনের জেলা সম্পাদক মনোজিত ঘোষের দাবি, জেলা ভিত্তিক এমন আয়োজনে উপকৃত হবেন এক্স সেনা কর্মীরা। সমগ্র অনুষ্ঠানের ব্যবস্থাপনা করা হয় পানগর আর্মি ক্যাম্পের তরফে বলে জানান মনোজিৎ বাবু।

Related posts

Leave a Comment